ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলকের চাঁদাবাজি বন্ধের ঘোষণায় তৎপর প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
পলকের চাঁদাবাজি বন্ধের ঘোষণায় তৎপর প্রশাসন চাঁদা আদায়ের রশিদ

নাটোর: নাটোরের সিংড়ায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের উৎখাত করা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমন  ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। 

ইতোমধ্যে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের ধরতে মাঠে নেমেছে সিংড়া উপজেলা প্রশাসন।  

রোববার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শ্রমিক কল্যাণ ও মালিক শ্রমিকের অবৈধ চাঁদা বন্ধ করে দেয়া হয়।

 

এ সময় সিংড়া বাসস্ট্যান্ডে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দক্ষিণ দমদমা এলাকার আনোয়ার হোসেন নামের এক ভ্যান শ্রমিককে আটক করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- নাটোরের এনএসআই এর সহকারী পরিচালক ইকবাল হোসেন।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো বাংলানিউজকে বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘোষণার প্রতিফলন ঘটলো। সিংড়া উপজেলাতে আজ থেকে আর কেউ অবৈধভাবে টাকা আদায় করতে পারবে না।

শনিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে প্রতিমন্ত্রী পলক সিংড়ার সাব-রেজিস্টার অফিস ও পরিবহন সেক্টরে চাঁদা আদায় বন্ধ ও সিংড়া থেকে চাঁদাবাজদের উৎখাত করা হবে বলে ঘোষণা দিয়ে সবার সহযোগিতা কামনা করেন।  

এ সময় চলনবিলের কৃষক আর সাধারণ মানুষকে যেকোনো অনিয়ম ও দুর্নীতির তথ্য জানিয়ে দুর্নীতি নির্মূলে সহায়তা করার জন্য নিজের মোবাইল নম্বর (০১৭৬৬৬৯৯৯৯) দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।