ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নির্যাতন: ৫ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
সাংবাদিক নির্যাতন: ৫ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কার হওয়া ৫ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) বরিশাল কারা কর্তৃপক্ষ এই মামলা দায়ের করেন। এছাড়াও কারাগার থেকে রেশনের গম পাচারের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 কারা অধিদফতর এই তদন্ত করবে।

এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল কারাগারের জেলার মো. ইউনুস জামান।

তিনি বলেন, কারাগারের মেস থেকে কিছু গম বিক্রি করার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। মেস ম্যানেজার শাহানুর এই গমগুলো ভ্যানে করে নগরের বাজার রোডে পাঠায়। গম নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। তখন সেই ভ্যানের ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হাতে লাঞ্ছিত হয় একজন ফটো সাংবাদিক।  

এ ঘটনায় ৫ জন কারারক্ষী উজ্জল মিয়া, আবুল খায়ের, আবু বক্কর সিদ্দিক খোকন, কাওছার মিয়া ও আবু সাঈদকে সাময়িকভাবে বরখাস্ত করে কারা কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।