মঙ্গলবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, মিয়ানমারের রাষ্ট্রদূতকে বিকেল ৪টায় তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে কূটনৈতিক প্রতিবাদপত্র তুলে দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মিয়ানমার সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে দেশটি পাকা স্থাপনা তৈরি করেছে বলে জানতে পেরেছে বাংলাদেশ। সে অনুযায়ী মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। তবে মিয়ানমারের রাষ্ট্রদূত পাকা স্থাপনা তৈরির বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন, সেখানে পাকা স্থাপনা নয়, অস্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে। আর সেটা করা হয়েছে, সীমান্তের ৩শ গজের বাইরে।
তবে ঢাকার প্রতিবাদ তিনি নেপিদোকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
টিআর/এএ