ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ১২৫ বছর পূর্তি উৎসব

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
মধুপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ১২৫ বছর পূর্তি উৎসব

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে তিনদিন নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় দিন চলছে নানা কর্মসূচি। রোববার (২০ জানুয়ারি) এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে, শুক্রবার (১৮ জানুয়ারি) র‌্যালি, আলোচনা সভা, ধর্মীয় সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। ওইদিন রাতে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন উপলক্ষে ভূটিয়া কেন্দ্রীয় মলাজানী সার্কিট অফিস প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কনভেনশনের সভাপতি পাস্টার প্রদীপ সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক ও মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কনভেনশনের সাধারণ সম্পাদক হারুণ সিমসাং।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।