ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে স্ত্রী হত্যার দায় স্বীকার স্বামীর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
নবাবগঞ্জে স্ত্রী হত্যার দায় স্বীকার স্বামীর

নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রী পারুল আক্তারকে (৩৫) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী আক্কাস।

শনিবার (১৯ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আক্কাস।

এরআগে, উপজেলার দিঘিরপাড় সাত ঘরহাটি এলাকায় সোমবার (১৪ জানুয়ারি) রাতে ঘরে আক্কাস তার স্ত্রী পারুলকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।

এরপর দিন সকাল ১০টায় ওই ঘর থেকে পারুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

জানা যায়, ওই ঘরে আক্কাস তার স্ত্রী পারুল ও ছেলে পারভেজকে (১০) নিয়ে ভাড়া থাকতেন। তবে ঘটনার রাতে ছেলে তার নানা ফজলুর রহমানের বাড়িতে ছিলেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় কোমরগঞ্জ এলাকা থেকে আক্কাসকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।