ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরে নৌকাসহ ১২ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
রায়পুরে নৌকাসহ ১২ মণ জাটকা জব্দ জব্দ হওয়া জাটকার পাশে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তারা, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদী থেকে ইঞ্জিনচালিত একটি নৌকাসহ ৫শ’ কেজি (১২ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২০ জানুয়ারি) সকালে উপজেলার চরবংশী মেঘনা নদীর কান্দার খাল এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

উপজেলার মেঘনা নদী এলাকার দায়িত্বে থাকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মইনুল ইসলাম বাংলানিউজকে বলেন, জাটকা ধরার খবর পেয়ে অভিযান চালাই।

বিষয়টি টের পেয়ে জেলে ও অসাধু জাটকাবিক্রেতারা নৌকা রেখে পালিয়ে যায়। এ সময় ওই নৌকায় তল্লাশি চালিয়ে ১২ মণ জাটকাসহ নৌকাটি জব্দ করে মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া জাটকাগুলো এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।