ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দ্বি-পক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে প্রস্তুত সিঙ্গাপুর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
দ্বি-পক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে প্রস্তুত সিঙ্গাপুর  পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের কনসাল উইলিয়াম চিক। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে প্রস্তুত সিঙ্গাপুর। দেশটির ঢাকায় নিযুক্ত কনসাল উইলিয়াম চিক রোববার  (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন উইলিয়াম চিক।  

ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান সিঙ্গাপুরের কনসাল।

এ সময় উভয়ের মধ্যে বাংলাদেশ ও  সিঙ্গাপুরের মধ্যে  সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।  

বৈঠকে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন সিঙ্গাপুরের কনসাল। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান উইলিয়াম চিক।                    

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯ 
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।