ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
মেহেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মইনুদ্দিন হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার রাজনগর দ্বিনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মইনুদ্দিন সদর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত নুরুল মিয়ার ছেলে।

 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে মইনুদ্দিন দ্বিনদত্ত ব্রিজের কাছে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।