মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর ও বেনাপোল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুরের ঘিবা এলাকায় অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন ব্যক্তি ব্যাগ বহন করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
এদিকে বেনাপোলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বাংলানিউজকে জানান, জব্দকৃত মাদকদ্রব্যে আনুমানিক মূল্য পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় পাঠানোর কার্যক্রম চলছে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এজেডএইচ/আরআইএস/