ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক বই দিলো ট্রাফিক বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক বই দিলো ট্রাফিক বিভাগ শিক্ষকদের হাতে সচেতনতামূলক বই তুলে দিচ্ছেন রামপুরা ট্রাফিক জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মোছা. লুবনা মোস্তফা। ছবি: শাকিল

ঢাকা: ট্রাফিক শৃঙ্খলা বিষয়ক সচতেনতা সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তারই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সচেতনতা বিষয়ক বই বিতরণ করেছে রামপুরা ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হাতে বিনামূল্যে এসব বই তুলে দেওয়া হয়।
 
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিপ্লব ভৌমিক বলেন, এ বই বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।

ডিএমপি কমিশনার চেয়েছেন, প্রতিটি নাগরিক যেন এই বইয়ের সুফল পায়। তার উদ্দেশ্য বাস্তবায়ন করতেই আমাদের এই প্রচেষ্টা।
 
রামপুরা ট্রাফিক জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মোছা. লুবনা মোস্তফা বলেন, ট্রাফিক সচেতনতার বিষয়ে ডিএমপি কমিশনারের উদ্যোগে প্রকাশিত বই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ক্লাসে এ বিষয়ে শিক্ষার্থীদের জানানোর জন্য শিক্ষকদের অনুরোধ করেছি।
 
এসময় এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মতবিনিময় করেন এবং ট্রাফিক সচেতনতার বিষয়ে বিভিন্ন নির্দেশনার কথা জানান।
 
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।