সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মুসলিম রাষ্ট্র বিশেষ করে কাতারের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। কাতারের প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সব অধিকার নিশ্চিত করার জন্য তিনি অনুরোধ জানান। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে কাতারের সহযোগিতা বিশেষ করে রেড ক্রিসেন্টের সঙ্গে যৌথ সহায়তার প্রশংসা করেন।
কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি বলেন, বর্তমানে বাংলাদেশ-কাতারের সম্পর্ক আরও বৃদ্ধি পয়েছে। কাতার-বাংলাদেশ হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। কাতার চ্যারেটির মাধ্যমে সুদীর্ঘ সময় থেকে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে। এ সময়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বৃহত্তম ভিসা সেন্টার স্থাপনসহ অনেক কার্মকাণ্ড গ্রহণ করেছে এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
কাতারের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুসহ যে কোনো ইস্যুতে কাতার বাংলাদেশের পাশে থাকবে। এসময় তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কাতারে অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারের স্পিকারের আমন্ত্রণপত্র তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসএম/আরআর