মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে নগরের সোবহানীঘাট এলাকা ও নগরের ক্বীন ব্রিজের উত্তরপ্রান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরের মাছিমপুরের বাসিন্দা ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক আহমদের ছেলে ফেরদৌস আহমেদ বাবলু (৪৩), সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুক (৪৮) ও নগরের কলবাখানি এলাকার ফজলুল হক (৪৩) এবং নগরের মাছুদিঘীর পাড় এলাকার বাসিন্দা ও নোয়াখালীর মাইজদী সদর এলাকার মো. সুলেমানের ছেলে রিপন আহমদ (৩১)।
সন্ধ্যায় সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সোবহানীঘাট এলাকায় সুগন্ধা পার্সেল সার্ভিস নামে দোকানে মাদক বিক্রি ও সেবনের সময় হাতেনাতে বাবলু, কালা ফারুক ও ফজলুলকে আটক করা হয়।
এদিকে, নগরের ক্বীন ব্রিজের উত্তরপ্রান্ত থেকে ২০ পিস ইয়াবাসহ রিপনকে আটক করা হয়।
সিলেট নগর ডিবি পুলিশের পরিদর্শক জমসেদ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় রিপনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এনইউ/এসআরএস