তিনি বলেছেন, প্রতিনিধিদল বাংলাদেশের নিরাপদ কর্ম পরিবেশ শ্রম অধিকার এবং নারী ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেরের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এবং অতিরিক্ত সচিব ( আন্তর্জাতিক সংস্থা) সৈয়দ আহম্মদ উপস্থিত ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আইএলও’র গুরুত্বর্পূণ সদস্য রাষ্ট্র। শ্রমিকদের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ আইএলও’র দেওয়া উন্নয়ন সহযোগিতা এবং টেকনিক্যাল সার্পোট। আগামীতেও অবাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে আইএলও ঢাকা অফিসের পক্ষ থেকে অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
জিসিজি/এএটি