ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পশুর চ্যানেলে বালুবোঝাই বাল্কহেড ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
পশুর চ্যানেলে বালুবোঝাই বাল্কহেড ডুবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে এম.বি জুবায়ের নামে এক বালুবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে বলগেটে থাকা নয়জন স্টাফ সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) গভীর রাতে প্রচণ্ড স্রোতের টানে নোঙ্গরের শিকল ছিঁড়ে পেছনে থাকা অপর আরেকটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় বাল্কহেডটি।

নৌযানটি সুনামগঞ্জ থেকে ১৪ হাজার ফুট লাল বালু বোঝাই করে খুলনা যাচ্ছিল।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত মালিক পক্ষ ঘটনাস্থলে যায়নি ও উদ্ধার তৎপরতা শুরু করেনি।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বাহারুল ইসলাম বাহার বাংলানিউজকে বলেন, খুলনা যাওয়ার পথে মঙ্গলবার রাতে মোংলা বন্দরের পশুর নদীর বানিশান্তা এলাকায় নোঙ্গর করে অবস্থান করছিল বালু বোঝাই বাল্কহেডটি। গভীর রাতে স্রোতের টানে নোঙ্গরের শিকল ছিঁড়ে পেছনে থাকা একটি টাগ বোটের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বালু বোঝাই বাল্কহেডটি ডুবে যায়।  

নৌযানটিকে উদ্ধারের জন্য মালিকপক্ষ বরিশাল থেকে দুপুরে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান এ শ্রমিক নেতা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বাংলানিউজকে বলেন, নৌযানটি ডোবার পর থেকে চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা বাল্কহেডটির অবস্থান শনাক্তে কাজ শুরু করেছি।

বাংলাদেশ  সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।