দিল্লিতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জেসিসি বৈঠক সামনে রেখে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়গুলো এখন উভয়পক্ষ পর্যালোচনা করছে।
জেসিসির চতুর্থ বৈঠক দিল্লিতে ২০১৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল। সে বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন ড. একে আব্দুল মোমেন। তিনিই এবার জেসিসি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের প্রথম বিদেশ সফর প্রতিবেশী দেশ ভারতেই হবে- এমনটা আভাস দিয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
টিআর/টিএ