বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিনি ১৯৩৬ সালের ১ জানুয়ারি লাকসাম উপজেলার চন্দনা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা কলেজে একাদশ শ্রেণির ছাত্র থাকা অবস্থায় আবদুল জলিল ভাষা আন্দোলনে অংশ নেন।
লাকসাম থেকে প্রকাশিত সংবাদপত্র ‘সাপ্তাহিক লাকসাম’র প্রকাশক ও সম্পাদক ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন লাকসাম প্রেসক্লাবের সভাপতি হিসেবে।
‘তিনি ‘খুনে লাল বাংলা’ নাট্যগল্প, বৃহত্তর লাকসাম ও কুমিল্লার সংক্ষিপ্ত অধ্যায়, জনপদ কথামালা, বৃহত্তর কুমিল্লা জেলার সাংবাদিকতার উদ্ভব ও বিকাশের ইতিহাস, ওগো বঙ্গবন্ধু, পীর মুর্শিদের বাংলাদেশ, সাগর তীরে কেওড়া বনেসহ বেশ কয়েকটি বই লিখেছেন।
সাংবাদিকতার পাশাপাশি শিশু সংগঠন কচিকাঁচার মেলা, খেলাঘর ও সুজন মজলিশের আঞ্চলিক সংগঠক হিসেব ভূমিকা রেখেছেন।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এমএ