নওফেল বলেন, ১৬ বছরের নিচে সবার পাঠাসূচিতে বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করারও পরিকল্পনা রয়েছে। যাতে দেশের সব শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তির ধারণা থাকে।
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের হোটেল লং-বিচে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক ইলেক্ট্রোরাল কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপমন্ত্রী আরও বলেন, কক্সবাজারের পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে। একই সঙ্গে এখানে কারিগরি শিক্ষার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের গবেষণা ও ব্যবস্থাপনা বিভাগের ডিন কৌশিক দেব।
এর আগে সকাল সাড়ে ৯টায় উপমন্ত্রী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সাহেদা ইসলাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালন প্রফেসর প্রদীপ চক্রবর্তী, কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি আসরাফ হোসেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা ছালেহ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এসবি/এসএইচ