রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার পশ্চিম ডগরী এলাকায় পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে।
এদিকে ফাঁপা ইট প্রস্তুত না করায় একই এলাকার পাইনশাইল ব্রিকসের মালিক মজিবুর রহমানকে ২৫ হাজার টাকা এবং ডগরী ব্রিকস-২ এমএকের মালিক আশরাফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ছয়টি ইটভাটার মালিককে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক দিলরুবা আক্তার ও শেখ মুজাহিদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া এবং পুলিশ প্রশাসনসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বাংলানিউজকে জানান, গাজীপুর সদর উপজেলার মির্জাপুরের পশ্চিম ডগরী এলাকায় অবৈধ ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ছয়টি ইটভাটার মালিককে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানাসহ ইটভাটার আগুন পানি দিয়ে নেভানোসহ ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপ-পরিচালক সালাম।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আরএস/আরআইএস/