ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেপারলেস হচ্ছে ভূমি ব্যবস্থাপনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
পেপারলেস হচ্ছে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী দালালচক্র থেকে মুক্ত করে ই-নামজারি কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত চার দিনব্যাপী ই-নামজারি বিষয়ক ব্যবহারকারী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, পেপারের বদলে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়েরই বহিঃপ্রকাশ।

 

তিনি ই-নামজারি কার্যক্রমে প্রচারের জন্য সেমিনার ও সভার মাধ্যমে স্থানীয় সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন।

প্রশিক্ষণপ্রাপ্তরা এ কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের ভোগান্তি হ্রাস এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এবং ঢাকা থেকে সভাপতিত্ব করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুন্সী শাহাবুদ্দিন।

কুড়িগ্রামের উপজেলা পর্যায়ে ভূমি অফিস দালালমুক্ত হয়েছে জানিয়েছে জেলা প্রশাসক।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজশাহীর পবা উপজেলাকে আদর্শ ধরে শুনানির সময় কমাতে হবে। সাক্ষাৎ প্রার্থীদের সপ্তাহে একদিনের মধ্যে কাজ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

৮৮৬ বর্গমাইলের নদীবিধৌত কুড়িগ্রামে ৯টি উপজেলায় প্রায় ২৫ লাখ লোকের বসবাস। প্রশিক্ষণে ২ ব্যাচে ৫৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা প্রশাসন বর্তমানে ই-ফাইলিংয়ের মাধ্যমে এলাকাবাসীর কাছে সরকারি সেবা পৌঁছানোর ক্ষেত্রে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে।

মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।