ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রাম থেকে অপহরণের দু’দিন পর পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় প্রধান আসামি বেলাল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এসআই তৌহিদুর রহমান জানান, বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে পিঙ্গলাকাঠী গ্রামের মোবারক সরদারের পরিত্যক্ত একটি ঘর থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক বেল্লাল সরদারকে গ্রেফতার করা হয়।

ডাক্তারি পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি গ্রেফতার বেলালকে আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই তৌহিদুর রহমান।

এরআগে সোমবার (১১ ফ্রেরুয়ারি) সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে বাড়ির পাশ থেকে মুখ চেপে ধরে অপহরণ করে টাইলস মিস্ত্রি বেলাল সরদার। এ ঘটনায় ধর্ষিতার নানা বাদী হয়ে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বেলালকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।