ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
বড়াইগ্রামে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের বড়াইগ্রামে সঞ্চিত বিশ্বাস (৫২) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের জালোড়া গ্রামে সঞ্চিতের বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত সঞ্চিত ওই গ্রামের সত্যেন বিশ্বাসের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন জালোড়া গ্রামের মীর কুদ্দুস (৪৫), আলমঙ্গীর হোসেন (৪০) ও বনপাড়া মালিপাড়ার আব্দুল কুদ্দুস কসাই (৪২)।  

পরিবারের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস 
বাংলানিউজকে জানান, বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বাসায় ফেরেননি সঞ্চিত। রাত ৮টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলেন স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশের বাঁশবাগানে তার গলা কাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

তিনি আরো জানান, সন্দেহভাজন তিনজনকে আটক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।