বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পৃথক এলাকায় এ মানববন্ধন পালন করেন শ্রমিকরা।
বেলা ১১টার দিকে চার থেকে পাঁচশ’ কর্মী জড়ো হন জাতীয় প্রেসক্লাবের সামনে।
শ্রমিকরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো।
সুইং অপারেটর সাগর ও সজিব বলেন, আমাদের ১৫০জন শ্রমিককে বিনা কারণে ছাঁটাই করা হয়েছে। তাদের চাকরি ফেরত চাই। পুলিশ ও বেপজার নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের মারধর করেছেন এরও বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ডিএনভি ক্লোথিং কারখানার ৫০-৬০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন পালন করে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএইচ/এএটি