বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালের দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দেখার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঁধ নির্মাণ কাজের মধ্যে কমপ্রেশন, স্লোপসহ গুণগতমান বজায় রাখা এবং টেকসই বাঁধ নির্মাণে বাঁধের কাজের তদারকির জন্য পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) প্রশাসনের লোকজন পর্যবেক্ষণে রয়েছেন।
বিভাগীয় কমিশনার বলেন, অতীতে বাঁধ নির্মাণে গাফলতি করায় হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু এর পুনরাবৃত্তি সরকার আর দেখতে চায় না। বাঁধের কাজ সবাইকে আন্তরিকভাবে শেষ করতে হবে। প্রধানমন্ত্রী হাওরের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। তিনি এ ব্যাপারে সব সময় খোঁজ-খবর রাখছেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় চলমান ফসল রক্ষা বাঁধের অগ্রগতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এমরান হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফি উল্লাহ প্রমুখ।
বাংলাদেশ: সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জিপি