এ উৎসব আয়োজন উপলক্ষে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহ মখদুম কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র।
আলোচনা সভায় জানানো হয়, উৎসবে ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকার প্রতিনিধিসহ দেশের গুণী শিল্পী, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুনীজনেরা অংশ নেবেন। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মেয়র খায়রুজ্জামান লিটন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আবুল হোসেন, কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, কবিকুঞ্জের সাধার সম্পাদক কবি আরিফুল হক কুমার, শিক্ষাবিদ দ্বীজেন্দ্রনাথ ব্যানার্জী, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, রাজশাহী ফ্লিম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ।
এদিকে এই উৎসব উপলক্ষ্যে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হয়েছেন ভাষা সৈনিক আবুল হোসেন এবং সদস্য সচিব কবিকুঞ্জের সাধার সম্পাদক কবি আরিফুল হক কুমার।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএস/এএটি