শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পিকআপভ্যানচালক মিলন মিয়া বাংলানিউজকে জানান, ঢাকার মাতুয়াইল থেকে কাগজবোঝাই করে গাড়িটি সোনারগাঁওয়ের কাঁচপুরস্থ ঢাকা পেপার মিলে নিয়ে যাচ্ছিলেন।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বাংলানিউজকে জানান, তাৎক্ষণিক ট্রাফিক পুলিশের সদস্যরা ও কাঁচপুর দ্বিতীয় সেতু প্রকল্পের নিয়োজিত শ্রমিকদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। পিকআপভ্যানের মধ্যে কাগজ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময়ে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায়। মহাসড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এএটি