ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাপানি ভাষায় বাংলাদেশি শিক্ষার্থীদের নৈপুণ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
জাপানি ভাষায় বাংলাদেশি শিক্ষার্থীদের নৈপুণ্য

ঢাকা: ঢাকায় অনুষ্ঠিত জাপানি ভাষায় নবম জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন চার বাংলাদেশি শিক্ষার্থী। এদের মধ্যে প্রথম দু’জন এ বছর অনুষ্ঠেয় সাউথ এশিয়ান ফেডারেশন অব দ্য জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনসের বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন।

ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৫ শিক্ষার্থীর মধ্যে চারজন বিজয়ী হওয়ার কথা জানিয়ে শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তি দেয়।

এতে বলা হয়, ‘জীবনের সিদ্ধান্ত’ শীর্ষক বক্তৃতা উপস্থাপন করে প্রথম পুরস্কার লাভ করেছেন ফিরোজা আশরাভী।

দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেন যথাক্রমে আনিকা বেগম ও নুরুজ্জামান। এদের মধ্যে ফিরোজা ও আনিকা অনুষ্ঠেয় সাউথ এশিয়ান ফেডারেশন অব জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাইয়ের আয়োজনে অংশ নেবেন।

ঢাকায় জাপান দূতাবাস ও জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করে।

বর্তমানে জাপানি ভাষার ৪ হাজার ৮০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ডিএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।