মেরিন শিক্ষার উন্নয়নে অবদান রাখার জন্য তাকে এ সম্মানজনক পুরস্কার প্রদান করা হচ্ছে। আইমারেস্ট ১২০টি দেশের প্রায় ২২ হাজার মেরিন প্রফেশনালদের পেশাদার সংস্থা।
সম্প্রতি একটি দাপ্তরিক পত্রে সাজিদ হোসেনের এ পুরষ্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে আইমারেস্ট। ১৫ মার্চ লন্ডনের গিল্ডহলে আইমারেস্ট কাউন্সিল সেশনে সাজিদ হোসেন এ পুরস্কার গ্রহণ করবেন তিনি।
নৌ প্রকৌশলী সাজিদ হোসেন ২০০৯ সন থেকে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, চার্টার্ড ইঞ্জিনিয়ার সাজিদ হোসেনের ২১টি গ্রন্থ ২০টি গবেষণাপত্র এবং ২৫০টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসইউ/টিসি