ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলনগরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
কমলনগরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু  নদীতে ডুবে মৃত দুই ভাই-বোন। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের করুণানগর এলাকা সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই ওয়ার্ডের বাসিন্দা পোশাক শ্রমিক হোসেন আহাম্মদের মেয়ে হাসনা আক্তার (৯) ও ছেলে হামিদ (দেড় বছর)।

নিহতদের দাদি নূর জাহান বেগম অভিযোগ করে জানান, বাড়ির পাশে ভুলুয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ ও শিকার করে স্থানীয় প্রভাবশালীরা। ওই বাঁধের ওপর দিয়ে ছোট ভাই হামিদকে কোলে নিয়ে বোন হাসনা পারাপারের সময় তারা দুই ভাই-বোন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।  

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,  বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ ও মাছ শিকারের অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।