শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- সিংড়া উপজেলার আনন্দনগর গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে শাহ আলম (৩২) ও তার সহযোগী ছোট চৌগ্রাম গ্রামের নেপেনের ছেলে বিষ্ণু প্রামাণিক (২৪)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভালবার, তিনটি মোবাইল ফোন, সাতটি সিম কার্ড ও পাঁচটি মেমোরি কার্ড জব্দ করা হয়।
র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসআরএস