এবার দেয়াল চিত্রে ১৯৫২ থেকে ১৯৭১ সালের বিভিন্ন মোটিভ ব্যাবহার করা হয়েছে। সেই সঙ্গে স্মরণীয় বাণী ও শ্লোগান লেখা হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে চারুকলা বরিশালের অর্ধশতাধিক ক্ষুদে শিল্পীরা দেয়ালে আঁকা শুরু করে। সন্ধ্যার মধ্যে পুরো দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলনের বিভিন্ন চিত্র।
চারুকলা বরিশালের শিক্ষার্থী নন্দিনী দাস জানায়, এবারেই সে প্রথম আঁকতে এসেছে। দেয়াল চিত্র আঁকতে তার খুব ভালো লাগছে।
দেয়াল চিত্রের দায়িত্বে থাকা চারুকলা বরিশালের প্রশিক্ষক রনি দাস জানান, প্রতি বছরের ন্যায় এবারেও দেয়ালে জাতীয় চেতনা ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে যাতে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এ বিষয়টি ভালোভাবে জানতে পারে।
চারুকলা বরিশালের সম্পাদক অসীম বনিক বাংলানিউজকে বলেন, বরিশালে সড়ক আলপনা চারুকলা জনপ্রিয় করেছে। দেয়াল আলপনাও তাদের হাত থেকে উঠে এসেছে।
চারুকলার সভাপতি আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, এ আয়োজন চারুকলার হলেও এখানে সবাই অংশ গ্রহণ করছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমএস/আরআইএস/