কবি আল মাহমুদ
ঢাকা: বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে কবির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
মার্কিন দূতাবাসের ফেসবুকে বলা হয়, বাংলার বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের মৃত্যুতে আমরা শোকাভিভূত।
তার লেখা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনীতিসহ স্বাধীনতা আন্দোলনে মূল্যবান ভূমিকা রেখেছে। কবির পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালি কাবিনের কবি আল মাহমুদ।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
টিআর/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।