ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাইকগাছায় চিংড়ি ঘেরে পাওয়া গেলো ৩২ গ্রেনেডসদৃশ বস্তু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
পাইকগাছায় চিংড়ি ঘেরে পাওয়া গেলো ৩২ গ্রেনেডসদৃশ বস্তু পাইকগাছা গ্রাম থেকে উদ্ধার হওয়া গ্রেনেডসদৃশ। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় চিংড়ি ঘেরের মাটি কাটার সময় ৩২টি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে। 

রোববার (১৭ ফেব্রুযারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার লস্কর ইউনিয়ন পাইকগাছা গ্রাম থেকে এসব গ্রেনেডসদৃশ বস্তুগুলো পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।

 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল শেখ বাংলানিউজকে জানান, পাইকগাছা উপজেলার লষ্কর ইউনিয়নের পাইকগাছা গ্রামের আবুল কালামের চিংড়ি ঘেরের ভেড়ি কাটার সময় সেখানে ৩২টি গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডসদৃশ বস্তুগুলো দেখে উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।  

ধারণা করা হচ্ছে গ্রেনেডসদৃশ বস্তুগুলো মুক্তিযুদ্ধের সময়ে এখানে পুঁতে রাখা হয়ে ছিল বলেও জানান ওসি এমদাদুল।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।