ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে মোটর গ্যারেজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
বেগমগঞ্জে মোটর গ্যারেজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুরে মো. শিপন (২৪) নামে এক মোটর গ্যারেজ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইউনয়নের রমনিরহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত মো. শিপন সুলতানপুর গ্রামের মৃত সফি উল্যার ছেলে।

স্থানীয়া বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে রমনিরহাট বাজারে মা-বাবার দোয়া নামে একটি মোটর গ্যারেজ পরিচালনা করে আসছিলেন শিপন। সিএনজি চালিত কয়েকটি অটোরিকশা রয়েছে তার। ইমন নামে কিশোরগঞ্জের এক যুবক তার গ্যারেজে সহকারী হিসেবে কাজ করেন। শনিবার রাতে কাজ শেষ করে ইমন ও শিপন গ্যারেজেই ঘুমিয়ে পড়েন। সকালে অটোরিকশার চালকরা এসে শিপনকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। একপর্যায়ে দোকানের সাটার খোলা দেখে তারা ভেতরে ঢুকে শিপনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিপনের দোকানের কর্মচারী ইমন পলাতক রয়েছেন। কে বা কারা কেন শিপনকে হত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।