ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় ট্রাকচাপায় লবণ ব্যবসায়ী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
পেকুয়ায় ট্রাকচাপায় লবণ ব্যবসায়ী নিহত

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় ট্রাকচাপায় বাহার উদ্দিন (৩০) নামে এক লবণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী মো. জিয়াবুল  নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে পেকুয়া সদর ইউনিয়নের বাঘগুজারা সাকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাহার উদ্দিন সাতকানিয়া ১৬ নং সদর ইউনিয়ন এলাকার মৌলানা আকবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে দুই যুবক বাগগুজারা সাকুরপাড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাহারের মৃত্যু ও জিয়াবুল আহত হয়। আহত জিয়াবুলকে উদ্ধার করে স্থানীয়রা পেকুয়া হাসপাতালে পাঠায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোছাইন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালককেও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।