সোমবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা পুলিশ সুপার কার্যালয়ে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।
এছাড়া ওয়াবের এডমিন প্যানেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিরাজ ইসলাম, মোহাম্মদ আলি আকবার, রাকিব হাসান প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ওয়াবের কর্মসূচি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার জন্য সব স্বেচ্ছাসেবকদের একসঙ্গে কাজ করতে হবে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি নিজেও ওয়াবের একজন সদস্য এবং নিয়মিতই ওয়াবের কার্যক্রম দেখি। ফেসবুকের মতো প্ল্যাটফর্মে যে এতো সুন্দরভাবে মানবতার সেবায় কাজ করা যায়, তা ওয়াবে না থাকলে হয়তো জানা হতো না আমার। ওয়াবের সাফল্য কামনা করি। এর প্রত্যেকটা ভালো কাজের সঙ্গে আমরা আছি। আশা করি জরুরি সেবা সম্পর্কে সাধারণ জনতার মধ্যে সচেতনতা বাড়বে।
এসময় গ্রুপ এডমিন মোহাম্মদ আলি আকবার বলেন, আমরা ওয়াব পরিবার আশা করি, স্টিকারে দেওয়া তথ্য সম্পর্কে সবাই জানলে, অনাকাঙ্ক্ষিত বিপদ আসলে সহজেই সেবা পেতে পারবেন। আমাদের এই স্টিকারের প্রচারের মাধ্যমে একজন মানুষও যদি সচেতন হয়, তাহলেই ওয়াবের সার্থকতা।
সমাজসেবামূলক কাজ করে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে ওয়াব। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ‘মানবতার দেয়াল’ নামক ওয়াবের উদ্যোগ অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই সবার নজড় কাড়ে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এমআরএম/টিএ