বাড়ির পাশের সেলুনেই বিনামূল্যে বই পড়তে পারবেন, প্রয়োজনে আপনি বাসাতেও বই নিয়ে যেতে পারবেন। রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে ৩০০ সেলুনে ‘সেলুনভিত্তিক পাঠাগার’ গড়ে তোলার এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কিশোর পাঠাগার।
সেলুন ভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্যোক্তা কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী বলেন, ‘দিন দিন গণগ্রন্থাগারগুলোতে পাঠক কমে যাচ্ছে। বর্তমানে মানুষের কর্মব্যস্ততার মাঝে গ্রন্থাগারে গিয়ে বইপড়ার পর্যাপ্ত সময় ও সুযোগ না থাকায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিনামূল্যে বইপড়া কর্মসূচি নিয়ে থাকি, যাতে করে সহজেই পাঠক গ্রন্থাগারে না গিয়ে ঘরে বসেই বই পড়ার সুযোগ পান। তারই অংশ হিসেবে ব্যতিক্রমী এ উদ্যোগটি নেওয়া হয়েছে’।
সোহাগ আলী আরও বলেন, ১৯৯৭ সালে কেন্দ্রীয় কিশোর পাঠাগার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পাঠক সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা সেলুনভিত্তিক এ শিক্ষামূলক সেবাটি প্রত্যেক পাঠকের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
ভিন্নধর্মী এ আয়োজনে সবার কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা কামনা করেন বইপড়া কর্মসূচির এ তরুণ উদ্যোক্তা।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসএস/ওএইচ/