ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা আই হসপিটালের সৌজন্যে বিনামূল্যে চক্ষু শি‌বির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
বসুন্ধরা আই হসপিটালের সৌজন্যে বিনামূল্যে চক্ষু শি‌বির বসুন্ধরা আই হসপিটালের সৌজন্যে বিনামূল্যের চক্ষু শি‌বিরে এক রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক। ছবি-বাংলানিউজ

ব‌রিশাল: ব‌রিশা‌লের উজিরপু‌রে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ধামুরা ইউনাই‌টেড ডায়াগন‌স্টিক সেন্টার অ্যান্ড ক্লি‌নিক ও ভিশন কেয়ার ফাউ‌ন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষুশি‌বির আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়া‌রি) সকাল সা‌ড়ে ১০টায় উ‌জিরপুর উপ‌জেলার ধামুরা পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ধামুরা ইউনাইটেড ডায়াগন‌স্টিক সেন্টার অ্যান্ড ক্লি‌নিকে এ কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আই অ্যান্ড কন্টাক্ট লেন্স স্পেশা‌লিস্ট অ্যান্ড সার্জন ডা. এম এ খালেক-এম‌বি‌বিএস, ডিও (ডিইউ) জানান, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সৌজন্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়া হয়। এরই অংশ হিসেবে এখানে চক্ষু শিবির করে চোখে কম দেখা, ছানিপড়াসহ চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে।  

চক্ষু শি‌বি‌রের সমন্বয়কারী তান‌জিল আহ‌মেদ জানান, এখা‌নে মূলত চো‌খের প্রাথ‌মিক সমস্যা নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হ‌চ্ছে। চো‌খের ছা‌নিপড়াসহ বিভিন্ন জ‌টিল রো‌গের রোগী‌দের রোগ নির্ণয় ক‌রে পরে বিনামূ‌ল্যে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হবে। পাশাপা‌শি গরিব রোগী‌দের যাতায়াতের খরচও দেওয়া হ‌বে।

চি‌কিৎসা সেবা নি‌য়ে ৮০ বছ‌রের বৃদ্ধ ফজলুল হক বেপা‌রি জানান, এ ধর‌নের চি‌কিৎসা সেবা এখা‌নে প্রথম, চি‌কিৎসকরা পরামর্শ দেওয়ার পাশাপা‌শি ওষুধও বিনামূ‌ল্যে দি‌চ্ছেন। যা গরিব‌দের কা‌জে আস‌বে।

চক্ষু শি‌বি‌র প‌রিচালনায় আ‌রো ছি‌লেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অ‌প্টো‌মে‌ট্রিস্ট মো. আ‌নিসুর রহমান সরকার, মো. রু‌বেল রানা, রইচ উ‌দ্দিন, অফথাল‌মিক অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম, মো. আবু তৈয়ব, জু‌নিয়র ফার্মা‌সিস্ট আ‌রিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মাইক্রোবায়োল‌জিস্ট মো. নাজমুল ইসলাম প্রমুখ।

চক্ষু শি‌বি‌রে উপ‌স্থিত আছেন ধামুরা ইউনাইটেড ডায়াগন‌স্টিক সেন্টারের ম্যা‌নে‌জিং ডি‌রেক্টর ম‌নিরুল হক মুরাদ, প‌রিচালক শ‌ফিকুল ইসলাম, সাইফুর রহমান কুদ্দুস, ফাহাদ হো‌সেন জু‌য়েল, ম‌নিরুল ইসলাম, ডা. তা‌রেক ও পলাশ কুন্ডু।

বাংলা‌দেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২১, ২০১৮
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।