ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিনার ইন্ডাস্ট্রিজ বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
মিনার ইন্ডাস্ট্রিজ বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বেতন-ভাতা না দিয়ে মিনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের দাবি, প্রতিদিনের মতো ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আমরা কাজে গেলে দেখি অন্যায়ভাবে মালিকপক্ষ কোনো কিছু না জানিয়ে কারখানাটি বন্ধ করে রেখেছেন।

যা শ্রমিক আইন ৩০ ধারা লঙ্ঘন হয়েছে।

শ্রমিকরা বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত মিনার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোনো বকেয়া, বেতন না দিয়ে অন্যায়ভাবে মালিক পক্ষ গত ১৪ ফেব্রুয়ারি কারখানাটি বন্ধ করে দেয়। অথচ আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। এ অবস্থায় পরিবার নিয়ে আমরা ৫০০ শ্রমিক রাস্তায় পড়েছি। সেখানে অনেকের চাকরি দুই যুগের বেশি।

এ অবস্থায় আমাদের দাবি, শ্রমিকদের সম্পন্ন বকেয়া, বেতনসহ অন্যান্য ভাতা পরিশোধ করেই কেবল মালিকপক্ষ লে-অফ করতে পারেন। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় নেমে মানববন্ধন করছি। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি এ সমস্যার সমাধানে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল রহমান বাবলু ও শ্রমজীবী শিল্প রক্ষা আন্দোলনের সদস্য সচিব হারুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।