তিনি বলেন, ইতোমধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ ৩৩৯ জনকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলামের এক লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, যে সম্মাননা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ও বাংলাদেশ মৈত্রী সম্মাননা। বিদেশি নাগরিকদের দেওয়া এ সম্মানার মধ্যে সর্বোচ্চ সম্মাননাটি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা।
এ স্বাধীনতা সম্মাননা পেয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এছাড়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পেয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী।
এছাড়া ভারতের ১০টি প্রতিষ্ঠান ও সর্বমোট ২১৬ জন ব্যক্তিকে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিয্দ্ধু ও মৈত্রী এ তিন ক্যাটাগেরিতে সম্মাননা দেওয়া হয়েছে।
ভারত ছাড়া নেপাল, ভুটান, রাশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পাকিস্তানসহ মোট ২১টি দেশের ৩৩৯ জনকে এ সম্মাননা দেওয়া হয়। পর্যায়ক্রমে ১৭০০ জনকে সম্মাননা দেওয়া হবে।
** চকবাজারের ঘটনায় জাতীয় সংসদে শোক
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসকে/ওএইচ/