ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাপানকে বাংলাদেশের যুব সমাজের ওপর আস্থা রাখার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জাপানকে বাংলাদেশের যুব সমাজের ওপর আস্থা রাখার আহ্বান

ঢাকা: বাংলাদেশের যুব সমাজের ওপর জাপান সরকারকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। 

তিনি বলেন, আমাদের যুব সমাজ জাপান থেকে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে উন্নত প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।  

রোববার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে ‘তৃতীয় ব্যাচের টেকনিক্যাল ইন্টার্নদের জাপান গমন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

 

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ইমরান আহমদ।  

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, আইএম জাপানের সিইও কিয়োই ইয়ানাগিসাওয়া।  এছাড়া টেকনিক্যাল ইন্টার্নদের মধ্যে বক্তব্য রাখেন- নাসরীন আক্তার, খুশবু আক্তার ও জিয়াউর রহমান প্রমুখ।  

জাপান-বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাপানে বাংলাদেশের শ্রম বাজার শিগগিরই সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। আজ আমরা বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে উন্নত প্রশিক্ষণের জন্য ৩০ জনকে পাঠাচ্ছি, ভবিষ্যতে ৩ হাজার জনকে পাঠাবো। তবে নির্ভর করবে আজ যারা সেখানে প্রশিক্ষণ নিতে যাচ্ছে। তারা শুধু নিজেদের নয়, পুরো বাংলাদেশকে সেখানে উপস্থাপন করবে। প্রতিমন্ত্রী সব প্রশিক্ষণার্থীকে জাপানের আইন মেনে চলার আহ্বান জানান।   

রৌনক জাহান প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, কাজকে ভালোবেসে সে দেশের কৃষ্টি কালচার ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ভূমিকা রাখতে হবে।

আইএম জাপানের সিইও কিয়োই ইয়ানগিসাওয়া বলেন, বিনা পয়সায় জাপানে যাওয়ার সুযোগ দেওয়ার অন্যতম কারণ হলো- দক্ষতা অর্জন ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে যাতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।