রোববার (২৪ ফেব্রুয়ারি) ঘটনার পর থেকে বিমানবন্দর ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, সাধারণত অন্যদিনের চেয়ে কয়েক দফা নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলানিউজকে বলেন, ঘটনার পর বিমানবন্দরের কেপিআই এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিমানবন্দরের বাইরের এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। এছাড়া তল্লাশি চালানো হয়েছে বিজিবির ডগ স্কোয়ার্ড দিয়ে।
রোববার সন্ধ্যা ৬টা নাগাদ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান। ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার কথা। কিন্তু উড্ডয়নের পরপরই ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে। পরে ছিনতাইচেষ্টা নস্যাৎ করে কমান্ডো বাহিনী। নিহত হন ছিনতাইয়ের চেষ্টাকারী ওই ব্যক্তি।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এনইউ/এএ