সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
মুজাহিদুল ইসলাম বলেন, হকার উচ্ছেদের কাজ বাদ দিয়ে যারা আবাসিক এলাকায় কেমিক্যাল রাখে, গুদাম করে রাখে, তাদের উচ্ছেদের ব্যবস্থা করেন।
সিপিবি সভাপতি বলেন, ফুটপাত থেকে গরিব মানুষ জিনিসপত্র কেনেন যাদের বড় বড় শপিংমল থেকে কেনাকাটা করার সামর্থ্য নাই। ফুটপাত উচ্ছেদ করলে তারা কীভাবে কেনাকাটা করবে? সারাদেশে ১০ লাখ হকার আছে। পরিবার-পরিজনসহ তাদের ওপর নির্ভরশীল প্রায় এক কোটি মানুষ। ফুটপাত থেকে তাদের উচ্ছেদ করলে এ এক কোটি লোক খাবার পাবে কোথা থেকে?
তিনি বলেন, আমরা দুনিয়ার খবর রাখি। পাশের দেশ ভারতের হকারদের জন্য ভেন্ডার আইন করা হয়েছে। সেখানে বলা আছে, ফুটপাতের এক তৃতীয়াংশ হকাররা ব্যবহার করতে পারবে। কলকাতায় যদি এ আইন থাকে। তাহলে বাংলাদেশে কেন এ আইন থাকবে না জানতে চাই?
এসময় উপস্থিত ছিলেন- হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপদেষ্টা হামিদুল ইসলাম, বাম নেত্রী জুলি তালুকদার, ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমএমআই/আরবি/