ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়ায় সুকান্ত মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৯, মার্চ ২, ২০১৯
কোটালীপাড়ায় সুকান্ত মেলা শুরু

গোপালগঞ্জ: মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় চার দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু হয়েছে।
 

শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলাটির উদ্বোধন করেন।

>>>আরও পড়ুন...কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী সুকান্ত মেলা

এ সময় কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমানসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলাকে কেন্দ্র করে নবরূপে সেজেছে কবির বাড়ি ও আশপাশের এলাকা। আগামী সোমবার এ মেলা শেষ হবে।  

কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এ মেলা হচ্ছে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।