ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বহুতল ভবনের অবৈধ অংশ ভাঙছে বিসিসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, মার্চ ২, ২০১৯
বহুতল ভবনের অবৈধ অংশ ভাঙছে বিসিসি বহুতল ভবনের অবৈধ অংশ ভাঙছে বিসিসি-ছবি-বাংলানিউজ

ব‌রিশাল: প্ল্যান বহিঃর্ভূতভাবে নির্মিত বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ। 

শনিবার (২ মার্চ) বেলা ১১টায় নগরের লাইন রোডে হাজী আলতাফ হোসেন তালুকদারের নির্মাণাধীন ১১ তলা ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিময় বহিঃর্ভূতভাবে নির্মাণ করা ভবনের ওপরের অংশে ১০ ও ১১ তলা ভেঙে দেওয়ার কার্যক্রম শুরু করে বিসিসির উচ্ছেদ শাখার কর্মীরা।

পাশাপাশি ভবনটির নিচতলায় রাস্তা দখল করে নির্মাণ করা সিঁড়িও ভেঙে ফেলা হয়েছে।

বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিচুজ্জামান জানান, পার্শ্ববর্তী পাঁচতলা ভবনের মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে ওই ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

১১ তলা ওই ভবনটি নয়তলা পর্যন্ত প্ল্যান অনুমোদন রয়েছে। কিন্তু ভবন মালিক অবৈধভাবে আরও দুইতলা নির্মাণ করে। এ কারণে অতিরিক্ত এবং অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।