ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘তরুণ প্রজন্মের চিন্তার জায়গাও সংকুচিত করা হচ্ছে’   

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, মার্চ ৩, ২০১৯
‘তরুণ প্রজন্মের চিন্তার জায়গাও সংকুচিত করা হচ্ছে’    ‘তারুণ্যের অগ্রাধিকার’ বিষয়ে সংলাপ, ছবি: বাংলানিউজ

ঢাকা: দুর্নীতিরোধে গণমাধ্যমের যে দায়বদ্ধতা রয়েছে, সেটা যথাযথভাবে পালন করতে পারছে না। দুর্নীতিরোধে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রাখতে পারে। মানবিক দেশ গঠনে বিভিন্ন সেক্টরে সংস্কার প্রয়োজন।

রোববার (৩ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল হলে ‘তারুণ্যের অগ্রাধিকার’ বিষয়ে সংলাপে বক্তারা এসব কথা বলেন।

হেটিচ গ্রুপের কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমানের পরিচালনায় সংলাপে অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাটি ক্রক, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাসখন্দ ও ডেমোক্রসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম পরিচালক আমিনুল এহসান প্রমুখ।

সংলাপের আলোচকরা বলেন, তরুণ প্রজন্মের চিন্তার জায়গাটাও সংকুচিত করা হচ্ছে। নিরাপদ সড়ক নিয়ে যে আন্দোলন হলো, সবাই দেখলেন, সেই আন্দোলন নিয়েও রাজনীতিকরণ করা হলো। মুক্তবুদ্ধি চর্চার সুযোগ রাখতে হবে।

আলোচনায় উঠে আসে দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের বিষয়টিও। তরুণদের বক্তব্য হচ্ছে, দক্ষতা অনুসারে আমাদের দেশে জব সেক্টর নেই। দক্ষতা অনুসারে জব নিশ্চিত করতে হবে। পরিকল্পনা অনুযায়ী এগুতে হবে, ধরেন আগামী ৫ বছরে কোনো পেশায় কতজন লোক দরকার, সেই বিষয়টি পরিকল্পনা নিয়ে জনশক্তি তৈরি করা, এ দাবি তোলার সময় এসেছে।

সংলাপে অংশ নেওয়া তরুণরা বলেন,  তরুণ প্রজন্মকে বিসিএস মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। শিক্ষিতদের উদ্যেক্তা তৈরিতে প্রণোদনাসহ উৎসাহ দিতে হবে। তাহলে উদ্যেক্তা বাড়বে, এগিয়ে যাবে বাংলাদেশ। আত্মবিশ্বাস বড় একটি বিষয়।

সংলাপে জঙ্গিবাদ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় বিষয়ে নানা বিষয় উঠে আসে। জঙ্গিবাদ বিষয়ে মুক্ত সংলাপে তরুণরা বলেন, জঙ্গিবাদ ও মাদক দমনে রাষ্ট্রের দায় রয়েছে। রাষ্ট্র সেই দায় এড়াতে পারে না।

আলোচনায় রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, উদ্যোক্তাসহ নবীন-প্রবীণরা অংশগ্রহণ করেন।

ইউএসএইড, ইউকেএইড, ডেমোক্রেসি ও জাগো ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।