ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় করিম সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪০, মার্চ ৫, ২০১৯
আশুলিয়ায় করিম সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে করিম সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় করিম সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (০৪ মার্চ) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সৃষ্ট আট কিলোমিটার যানজট স্বাভাবিক হয়েছে। করিম সুপার মার্কেটে আগুন।  ছবি: বাংলানিউজ
এর আগে, সন্ধ্যা ৬টার দিকে সুপার মার্কেটের পাঁচতলা ভবনের নিচতলার একটি ঝুটের গুদামঘর থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরে ধামরাই ও সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।  

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

** আশুলিয়ায় করিম সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।