ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গায় ট্রলার ডুবি, নিখোঁজ ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, মার্চ ১১, ২০১৯
বুড়িগঙ্গায় ট্রলার ডুবি, নিখোঁজ ১২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের (বালুবাহী নৌযান) ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (১০ মার্চ) রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহেয়াত উদ্দিন রক্তিম বাংলানিউজকে, কেরানীগঞ্জের কুইট্টামারা এলাকা থেকে কাজ শেষে ৫০ থেকে ৬০ শ্রমিক একটি নৌকায় করে পাগলায় আসছিল।

পথে একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কেউ বলেনি তাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন। যা শোনা যাচ্ছে সবই লোকমুখে শোনা খবর। স্থানীয়রা জানিয়েছে অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।