ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান মোমেনের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, মার্চ ১৪, ২০১৯
মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান মোমেনের বেলজিয়ামের অনাবাসী রাষ্ট্রদূত ফ্রান্সিস ডেলহের সঙ্গে বৈঠকে ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার জন্য বেলজিয়ামের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

বুধবার (১৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের অনাবাসী রাষ্ট্রদূত ফ্রান্সিস ডেলহের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের অনাবাসী রাষ্ট্রদূত ফ্রান্সিস ডেলহে বৈঠক করেন।

 

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে বেলজিয়ামের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার জন্য বেলজিয়ামের প্রতি আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য বেলজিয়ামের প্রতি আহ্বান জানান ড. মোমেন।  

বেলজিয়ামের অনাবাসী রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে আগামী বছর বেলজিয়ামের একটি বাণিজ্যিক প্রতিনিধিদলের সফরের পরিকল্পনা রয়েছে। এছাড়াও পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের ড্রেজিং কাজে বেলজিয়ামের একটি কোম্পানি নিয়োজিত রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।   

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
টিআর/এএ                                                    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।