নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল সড়কে অবস্থিত জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমিকে (নিটা) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে সদর ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বলেন, নিটা জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমি হলেও অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কোচিং বাণিজ্য চালাচ্ছে।
অনুমোদনহীন ল্যাব তৈরি করে ওষুধ সংরক্ষণ করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্কও করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।