ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুই কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জ‌রিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
গাজীপুরে দুই কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জ‌রিমানা

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের ‌ভোগড়া এলাকায় তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের অপরাধে দু’টি কারখানাকে সাড়ে চার লাখ টাকা জ‌রিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও প‌রিবেশ অ‌ধিদপ্তর ‌যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করে এ জ‌রিমানা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এ আদালতের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে ভোগড়া এলাকায় প‌রিবেশ দূষণবিরোধী অ‌ভিযান চালায় গাজীপুর জেলা প্রশাসন ও প‌রিবেশ অ‌ধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় তরল বর্জ্য বাইপাস করে সরাসরি ড্রেনে নির্গমন করার অপরাধে উইন্ডি ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেস লিমিটেডকে আড়াই লাখ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়া ইটিপি ছাড়া ওয়াশিংয়ের বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের অপরাধে ট্রপিকাল ওয়াশিং লিমিটেডকে দুই লাখ টাকা জ‌রিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কারখানা দু’টি তাদের তরল বর্জ্য ধারা প‌রিবেশের ক্ষ‌তি করে আসছে। পরে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করে কারখানা দু’টিকে সাড়ে চার লাখ টাকা জ‌রিমানা করা হয়। প‌রিবেশ দূষণবিরোধী এ ধ‌রনের অ‌ভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপ‌স্থিত ছিলেন- গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক দিলরুবা আক্তার ও আনসার বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।